১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ প্রবাদটি কমবেশি সবার জানা। নিজের অক্ষমতা অন্যের দোষ দেখিয়ে ঢেকে রাখার চেষ্টাই মূলত এই প্রবাদে বোঝানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় এবং বিএনপি নেতাদের ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির’ বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় উল্লেখিত প্রবাদটি কয়েকজন পোস্ট দিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ডাকসু নির্বাচনের প্রভাব কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে? কেউ মন্তব্য করেছেন, ‘ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ভোট। এর ফলাফল কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না; অতীতে সেটা দেখাও যায়নি’। কেউ কেউ প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ‘বিএনপি লাইনচ্যুত হচ্ছে, ইসলামী চেতনার বদলে প্রগতিশীল চেতনা ধারণ করছে’? কেউ লিখেছেন, ‘বিএনপি যেভাবে জাতীয়তাবাদী ও ইসলামী...