১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অধিনায়ক লিটন দাস নিজের ব্যাটিং শেষ করেও মাঠ ছাড়লেন না। প্যাড পরা অবস্থাতেই দাঁড়িয়ে গেলেন আম্পায়ারের জায়গায়, সতীর্থদের ব্যাটিং দেখছিলেন মনোযোগ দিয়ে। তখন চলছিলো লোয়ার অর্ডারের প্রস্তুতি। জাকের আলি অনিক, নুরুল হাসান সোহানরা উদ্ভাবনী শটের পাশাপাশি পেশির জোরে খোঁজ করছিলেন সর্বোচ্চ রানের। আবুধাবিতে যে দুদিন বাংলাদেশ অনুশীলন করল, তাতে লক্ষ্যণীয়ভাবে বড় শটের মহড়াই ছিলো বেশি। টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতিতে এটা স্বাভাবিক দৃশ্যও বটে।টি-টোয়েন্টিতে ছক্কা মারার হারে কদিন আগে জিম্বাবুয়ে থেকেও পিছিয়ে ছিলো বাংলাদেশ, নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এক ধাপ এগিয়েছেন লিটন দাসরা। তাতেও অবশ্য অবস্থান এখনো দশে। সর্বশেষ দুই বছরের হিসেব করলে আবার উন্নতি বেশ স্পষ্ট। ১৯৭টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতে পেরেছেন ৮৪০টি। ম্যাচ প্রতি ছক্কার হার...