১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ এএম রাজধানীতে তীব্র গরমের মাঝেই হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে। বিকেলে স্বল্প সময়ের এই বৃষ্টিতে আবহাওয়া অধিদপ্তর ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় পানিবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তি নগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে পানিবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে, সকাল থেকে টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর মিরপুর এলাকার কালসী রোডে এক হাঁটু পরিমাণ পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুপুরে এই রাস্তায় পানিবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় এমন হয়েছে। তারমধ্যে রাস্তার এই জায়গাটা কিছুটা নিচু ফলে এক হাঁটুর...