এশিয়া কাপ-২০২৫ বড় জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ৭ উইকেটে। টস হেরে হংকং আগে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে। জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।আরো পড়ুন:বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল হংকংবিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি রান তাড়া করতে নেমে ২৪ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। ইমন ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করে ফেরেন। ৪৭ রানের মাথায় আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসানও সাজঘরে ফেরেন ১৪ রান করে। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরের একেবারে কাছে নিয়ে যান। ১৪২ রানের মাথায় লিটন ৬টি চার...