১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল বৃহস্পতিবারসন্ধ্যায় দুদিনের হরতাল শিথিলের ঘোষণা দিয়ে চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর সোমবার থেকে বুধবার টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা হরতাল পালন করা হবে। তবে রাতের সড়ক চলাচল স্বাভাবিক থাকবে। সংবাদ সম্মেলনে শেখ ইউনুস বলেন, আমাদের পূর্বঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হচ্ছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস-আদালত ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর সোম, মঙ্গল ও বুধ...