১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডিবি পুলিশ পরিচয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে আসা জিএস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। জিএস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে আসছিল। যাত্রীদের অভিযোগ, বাসটি সাইনবোর্ড মোড়ে যাত্রী নামানোর জন্য না থেমে কিছুটা দূরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে থামে। এ সময়...