এশিয়া কাপের টুয়েন্টি সংস্করণে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জয়ের সঙ্গে শুরু করেছে। অতীত রেকর্ডে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ততটা সুখকর ছিল না, তবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই দুই ‘জুজু’কে জয় করে টাইগাররা দুর্দান্ত শুরু দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক লিটন দাস। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন। শুরুতে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে হংকং ব্যাটসম্যানরা কিছুটা চাপে পড়েন। দ্বিতীয় ওভারে তাসকিনের উইকেটে দলের রান ৩০/২ হয়, পরে তানজিম পঞ্চম ওভারে বাবর হায়াতকে বোল্ড করেন। মাঝের ওভারগুলোতে হংকংয়ের নিজাকাত খান ও জিশান আলি ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এরপর...