১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কার্ডিফের আকাশজুড়ে ছিল বৃষ্টি, আর মাঠে রঙিন লড়াই। খেলার দৈর্ঘ্য কমে গিয়েছিল মাত্র ১২.৫ ওভারে, তবুও উত্তেজনায় ভরপুর ছিল ম্যাচ। সেই অস্থির আবহেই ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে শক্তিশালী ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। গতপরশু রাতে সোফিয়া গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে জ্বলেছেন মার্কো জানসেন ও করবিন বোশ, দু’জনেরই শিকার দুটি করে উইকেট।খারাপ আবহাওয়ায় ৪০ ওভারের ম্যাচ নেমে আসে ১২.৫ ওভারে। জয়ের জন্য ইংল্যান্ডকে দেওয়া হয় ৫ ওভারে ৬৯ রানের লক্ষ্য। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় তারা শেষ পর্যন্ত থামে ৫ উইকেটে ৫৪ রানে। প্রায় প্রতি ওভারে ১৪ রানের চাপে ব্যাট হাতে টিকতে পারেনি স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে একমাত্র জস বাটলার কিছুটা প্রতিরোধ গড়েন, করেন ২৫ রান।এর আগে টস...