অন্যদিকে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাত তুলে দেন। ওই চিঠিতে প্রধান উপদেষ্টা পাকিস্তানের নজিরবিহীন বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং এ ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। মুহাম্মদ ইউনূস চিঠিতে বলেছেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে।’ সেই সঙ্গে প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টা লিখেছেন তার চিঠিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।...