এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস গতকাল বুধবার পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেয়নি। বৃহস্পতিবার,(১১...