আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ঝলমলে অর্ধশতক আর তাওহীদ হৃদয়ের শান্ত-ধীরস্থির ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজরা।১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক লিটনের ব্যাট থেকে। ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে ছয়টি চার আর একটি ছক্কার মার ছিল। তার সঙ্গে ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। এই জুটির ৯৫ রানের পার্টনারশিপ আসলে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়।শেষদিকে লিটন আউট হলেও তখন আর কোনো চাপ ছিল না—বাংলাদেশের দরকার ছিল মাত্র ২ রান। জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন হৃদয় ও জাকের আলী।এর আগে টস...