ইসরায়েল ৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দেশটি। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে এই হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত হয়। তাদের মধ্যে হামাস নেতা খলিল আল–হায়ার ছেলেসহ তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও কাতারের এক নিরাপত্তাকর্মী রয়েছেন। তবে হামাসের শীর্ষ নেতারা হামলা থেকে বেঁচে গেছেন। ইসরায়েল তাদের সীমান্তের বাইরে আরও বিস্তৃত অঞ্চলজুড়ে যেসব হামলা চালিয়েছে তার অংশ হিসেবেই কাতারে এই হামলা হয়। আল জাজিরা জানায়, গত ৭২ ঘণ্টায় কাতার এবং গাজা ছাড়াও আরও চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েলে। আর চলতি বছর ইসরায়েলের হামলায় পড়া সপ্তম দেশ কাতার। মঙ্গলবার কাতারে হামলা করার আগে সোমবার থেকেই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জন আহত হয়।...