জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংসদ নির্বাচনের মতো জুলাই সনদকেও সমান গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ আহ্বান জানান। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যের কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি ‘ফাউন্ডেশনাল ইলেকশন’, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একইসঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই।” সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...