হয়ে গেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আইস্ক্রিন অরিজিনালস (ওয়েব ফিল্ম) ‘নয়া নোট’ এর বিশেষ প্রদর্শনী! রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়েব ফিল্মটির এক জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াত, আফজাল হোসেন, সংগীত শিল্পী কোনাল, বিপ্লব সাহা, মীর সাব্বির, চুমকি, শ্রাবণী ফেরদৌসসহ অনেকে। প্রিমিয়ার শেষে আগত অতিথিরা প্রত্যেকেই এই ওয়েব ফিল্মকে প্রশংসায় সিক্ত করেন। ‘নয়া নোট’ বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী, যিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরীর সন্তান। এই কনটেন্টটির মাধ্যমে তিনি নির্মাতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। কদিন আগে ‘নয়া নোট’ এর পোস্টার ও টিজার প্রকাশ হয়েছিল। যেখানে নাসির উদ্দিনকে দেখে সবাই চমকে উঠেছিলেন। প্রকাশিত টিজারটি নেটিজেনদের প্রশংসা অর্জন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করে।...