ইমরান খানের কারাবন্দিত্ব আর দলীয় অস্থিরতার মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জন্য রাজনৈতিকভাবে কিছুটা জায়গা করে দিতে পারেন শুধু একজনই—দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। দলীয় সূত্রগুলো জানায়, শালীনতা ও নম্রতার জন্য পরিচিত গহর আলী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক মহলে অনন্য সম্মান অর্জন করেছেন। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, পেশাগত যোগ্যতা ও সংঘাতমুক্ত রাজনীতি তাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে, যেখানে তিনি সরকার ও সেনাসহ সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। একজন নেতা বলেন, সামাজিক মাধ্যমে তাকে ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক বলেও সমালোচনা করা হয়েছে, কিন্তু ইমরান খানের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত। তবে দলীয় সূত্রের দাবি—গহর আলী কেবল তখনই বড় ভূমিকা রাখতে পারবেন, যদি ইমরান খান তাকে স্পষ্টভাবে ক্ষমতা দেন। এখনো পর্যন্ত দলীয় সব সিদ্ধান্ত ইমরান নিজেই জেল থেকে নিয়ন্ত্রণ করছেন, ফলে...