ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ জানিয়েছেন ৯ জন পোলিং এজেন্ট। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠনসহ কয়েকটি দাবি জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার বিকালে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে যৌথভাবে লিখিত অভিযোগ জানান তারা। অভিযোগ দেওয়া পোলিং এজেন্টদের মধ্যে রয়েছেন জাইবা তাহজীব, বৈশাখী সুলতানা রিথী, সামিরা রহমান, ইসরাত জাহান, শাহানা মমিন রাইসা, জাহরা নাজিফা, সামিহা হায়দার কথা, মো. মুসফিকুর রহমান ও রাজ ধর প্রীতম। লিখিত অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টরা অসংখ্য অনিয়ম প্রত্যক্ষ করেছেন। এসব অভিযোগের মধ্যে ভোটকেন্দ্রে আগে থেকেই পূরণ করা ব্যালট পেপার ও জাল ভোটারের উপস্থিতি, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধাদান অন্যতম।...