রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আকরাম শেখ (৩০)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান ভূঁইয়া। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সি হাঁটি মুড়ি ফ্যাক্টরির সামনে অটোরিকশাচালক আকরামের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। তারা ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে আকরামের গলার ডান পাশ ও ডান পাঁজরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে...