রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া সাতজনের মধ্যে পাঁচজন আপিল করে ফিরে পেয়েছেন। বাকি দুজনের মধ্যে একজনের মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যজন আপিল না করায় তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।আরো পড়ুন:রাবিতে ২ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পনবীনদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া সাত প্রার্থীর মধ্যে ছয়জন আপিল করেছিলেন। তাদের আবেদন পর্যালোচনা করে পাঁচজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসানের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।” প্রার্থিতা ফিরে...