‘আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে—আমি কোনোদিন ভাবিনি’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক ভোটার। পরে সিসি ক্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে তার অভিযোগের সত্যতাও মেলে। ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, ব্যালট ছিঁড়ে ফেলেছে, কমিশনের পক্ষপাতিত্ব দেখা গেছে—এ ধরনের নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছায় রাত ৮টায়। সেখানে সব কেন্দ্রের ফল গণনা করা হবে। তবে ভোট গণনা...