‘দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে জবাবদিহি ও গণতন্ত্র থাকে না। আর যদি গণতন্ত্র না থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। বর্তমান সরকার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনলেও অর্থনীতিতে সংস্কারের চাকা ঘুরেনি।’ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে এক সেমিনারে এই মত দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ‘সংকট থেকে স্থিতিশীলতা : অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গণতন্ত্র’ শীর্ষক এই সেমিনারে ঢাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রিটেনসহ ১০ দেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, আশা করি তারা একটি শক্তিশালী নীতি করবে। পলিসি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ বলেন, রাজস্ব, অর্থনৈতিক ব্যবস্থাপনা শৃঙ্খল ভেঙে পড়েছে। যা ঠিক করতে গেলে প্রথমত আÍবিশ্বাস ফিরিয়ে আনা প্রয়োজন। বিনিয়োগকারী, গ্লোবাল...