আগ্রাসী শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বোলারদের শাসন করছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ক্যামিও খেলে তিনি বিদায় নিলে সেভাবে আর আগ্রাসন চালাতে পারেনি কেউ। তবে ইমনের ইনিংসের সুবাদে পাওয়ার-প্লে শেষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। একপ্রান্তে তানজিদ তামিম কিছুটা দেখেশুনে খেললেও ইমন খেলেন হাত খুলে। বেশি সময় অবশ্য উইকেটে থাকতে পারেননি তিনি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন ইমন। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে তামিম জুটি গড়ার চেষ্টা করলেও সেটি লম্বা হয়নি। নিজের সহজাত খেলার বিপরীতে ব্যাটিং করেন তামিম। ১৮ বলে ১৪ রান করেন। শুরুর ধাক্কা সামলে নেওয়ার...