বোলিং ইনিংসেও বাংলাদেশ মোমেন্টাম ধরে রাখতে পারেনি, ব্যাটিংয়েও বজায় রাখছে একই ধারা। পারভেজ হোসেন ইমনের আগ্রাসী শুরুর বিপরীতে টেস্ট সুলভ মন্থর ব্যাটিং করছেন লিটন দাস-তাওহিদ হৃদয়। হংকংয়ের বোলারদের বিপক্ষে রীতিমতো হাঁসফাঁস করতে হচ্ছে তাদের। মন্থর ব্যাটিংয়ে চাপ বাড়াচ্ছেন দলের ওপর। প্রায় চার ওভার করে ব্যাট করে লিটন-হৃদয় বাউন্ডারি করতে পেরেছেন মোটে একটি করে। দুজনই একটি করে চার মেরেছেন। ইনিংসে এখন পর্যন্ত ছক্কা একটি। সেটি হাঁকিয়েছিলেন ইমন। সমান ২১ বল করে খেলা লিটন-হৃদয়ের স্ট্রাইকরেট১০০ এর নিচে, যা টি-টোয়েন্টির স্বভাববিরুদ্ধ। আগ্রাসী শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বোলারদের শাসন করছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ক্যামিও খেলে তিনি বিদায় নিলে সেভাবে আর আগ্রাসন চালাতে পারেনি কেউ। তবে ইমনের ইনিংসের সুবাদে পাওয়ার-প্লে শেষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। একপ্রান্তে তানজিদ তামিম কিছুটা দেখেশুনে খেললেও ইমন খেলেন হাত...