জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট পতন। ৪৭ রানে দুই ওপেনারের বিদায়ে হাল ধরেন অধিনায়ক লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। তারা দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং ক্রিকেট দল। অথচ এই হংকং আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানের বেশি করতে পারেনি। বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে হংকং। ৩০ রানে ২ উইকেট হারালেও নিজাকাত খান, জিসান আলি ও ইয়াসিম মুর্তজার দায়িত্বশীল ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকং। আগে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং।...