১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সিলেট ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মফিজুর রহমান বাবুল গতকাল দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটি। নিখোঁজ বাবুল সিলেটের বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের মৃত হুসন আলীর পুত্র। তিনি একটি বেসরকারি ব্যাংক এর ওসমানীনগর উপজেলার তাজপুর শাখায় কর্মরত ছিলেন। গত রমজান মাসে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। এরপর থেকে পরিবার নিয়ে সিলেট শহরের পাঠানপাড়া, শিববাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন দুপুরে বাবুলের সাবেক কর্মস্থল থেকে একটি ফোনকল আসে। ব্যাংকে যেতে হবে জানানো হলে তিনি বিকেল আড়াইটায় বাসা থেকে বের হন। এখন পর্যন্ত তিনি ফিরেননি । অনেক খোঁজাখুঁজি...