সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান করেন। এ সময় গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ জন্য আমরা সংসদীয় পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই। নির্বাহী আদেশ বা অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয়। ঐকমত্যভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কীভাবে সেটা এখন আলোচনার বিষয়। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান থাকবে। রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের...