রাজধানীর কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় পৃথক ঘটনায় অটোরিকশাচালক, পথশিশু ও এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আহত তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক আকরাম হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার মধ্যরাতের পর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ছিনতাইকারীরা তাকে ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার তিনি মারা যান। এদিকে বিকেলে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় সাকিব (১৪) নামে এক পথশিশুর মৃত্যু হয়। পুলিশ জানায়, বোতল কুড়াতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় সে আহত হয়। পরে সঙ্গী পথশিশুরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাটি হাসপাতালে আনার প্রায় দেড় ঘণ্টা আগে ঘটে। অন্যদিকে...