২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শিরোপা লড়াই হবে মাদ্রিদের এস্তাদিও মেত্রোপলিতানো স্টেডিয়ামে, যেটি লা লিগার দল আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ। একই বছরের উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে পোল্যান্ডের ওয়ারশর জাতীয় স্টেডিয়ামে। আলবেনিয়ার তিরানায় বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এছাড়া আগামী বছরের উয়েফা সুপার কাপের ম্যাচ অস্ট্রিয়ার সালসবুর্গে হবে বলেও জানানো হয়েছে। আগেই জানানো হয়েছিল, ২০২৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায়। একই বছরের উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে নরওয়ের অসলোর ওল্লেভাল স্টেডিয়ামে। ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছিল উয়েফা। কিন্তু স্টেডিয়ামটির সংস্কার পরিকল্পনার তথ্য জমা দেওয়ার ভিত্তিতে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত...