অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ আর বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট। এখন ফলের অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-প্রার্থীরা। দিনভর ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ কয়েকটি বাম সংগঠন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আবারও ভোট গ্রহণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভও করেছে ছাত্রদল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট হাতে গণনা করায় ফল আসতে আসতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল ব্যাপক। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেন শিক্ষার্থীরা। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মোট সাতটি প্যানেল। ছাত্রদল, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য ও গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। অন্যদিকে আংশিক প্যানেল দেয় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার...