বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- কাতার যদি ভাবতো যে তারা ইসরায়েলের হামলা থেকে সুরক্ষিত, তবে সেটি হয়তো খুব একটা অযৌক্তিক হতো না। নেপালে বিক্ষোভের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে প্রায় ২০০ জনকে পুনরায় গ্রেফতার করেছে নেপালি সেনাবাহিনী। তবে এখনো পলাতক রয়েছে হাজার হাজার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চীনা নাগরিকদের তাদের স্পেস প্রোগ্রামে (মহাকাশ কর্মসূচি) কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি যাদের বৈধ মার্কিন ভিসা রয়েছে, তারাও নাসার কোনো সুবিধা, উপকরণ বা নেটওয়ার্কে প্রবেশাধিকার পাচ্ছেন না। নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া তরুণদের ব্যঙ্গ করে বলেন, নিজেদের জেনারেশন জেড বলে দাবি করলেই কি যা খুশি...