এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওই ওভারে আয়ুশ শুকলার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ হয়ে গেছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রানে প্রথম উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত গেছেন ইমন। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৩২ রান। তানজিদ হাসান তামিম ৭ আর লিটন দাস ০ রানে অপরাজিত। আজ বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। হংকংয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টে নিজের প্রথম ওভারেই উইকেট পান বাংলাদেশের এই স্ট্রোকবোলার। হংকং ওপেনার অংশুমান রথকে কট বিহাইন্ড করেন তাসকিন। প্রথমে...