এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বাগতিক আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে বেশ কয়েকটি নজির গড়েছে ভারত। ৪০ ওভারের লড়াই শেষ ১৭.৪ ওভারে। ম্যাচ শেষ দুই ঘন্টারও কম সময়ে। স্রেফ ১০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে আমিরাত ৫৭ রানে গুটিয়ে যায় ১৩.১ ওভারে। সেই রান ভারত পেরিয়ে যায় ৪.৩ ওভারেই। টি-টোয়েন্টিতে আমিরাতের সর্বনিম্ন স্কোর এটিই। এই মাঠেই গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ ছিল তাদের আগের সর্বনিম্ন। এই সংস্করণের এশিয়া কাপে আমিরাতের চেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার নজির আছে কেবল একটি। ২০২২ আসরে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। আইসিসি পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে ভারতের এই ম্যাচের (৯৩) চেয়ে বেশি বল হাতে রেখে জিততে পেরেছে শুধু ইংল্যান্ড (১০১), ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ভারত এর আগে সর্বোচ্চ ৮১ বল হাতে রেখে...