এর পরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান অভিযুক্ত নাটোর জেলার বড়াইগ্রাম থানার শুকুর আলীর ছেলে মনিরুল ইসলাম মঞ্জিল (৪০) ও রংপুরের পীরগাছা থানার এক নারীকে (৩০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন। এলাকাবাসীর অভিযোগ, ওই হোটেলের মালিক দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের জন্য হোটেল ভাড়া দিচ্ছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও হোটেল মালিক শাহজাদা রহমান রংপুর মহানগর ৩২নং ওয়ার্ড নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এর আগেও তার হোটেলে ব্যাংকারে অল্পবয়সী নারী-শিশুদের এনে লুকিয়ে রেখে যৌন ব্যবসা চালিয়ে আসতেন। এ নিয়ে যুগান্তরে খবর প্রকাশিত হলে পুলিশ সে সময় ওই হোটেলের বাঙ্কার থেকে একটি অপ্রাপ্ত বয়সের মেয়ে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে হোটেল ম্যানেজারের যাবজ্জীবন কারাদণ্ড দেন...