জাকসু ভোট বর্জনের পর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রি ভবনের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক মো, আফফান আলী। পরে সংক্ষিপ্ত এক সামবেশে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “৫ অগাস্টের পর ছাত্রদল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে ধারণ করে রাজনীতি করছে। আমরা শুরু থেকেই জাকসু ভোটের পক্ষে দৃঢ় অবস্থা নিয়ে রাজনীতি করেছি। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা তৈরি হয়।” তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের ব্যালট ও ওএমআর মেশিন জামায়াত ইসলামীর সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে নেওয়া হয়েছে। এটি...