এই সপ্তাহের শুরুতেই টানা দুই দিনের জেন-জি বিক্ষোভ নেপালে বিপর্যয় ডেকে এনেছে। সরকারি হিসাব অনুযায়ী, বিক্ষোভে জনপরিকাঠামোর ক্ষতি ২০০ বিলিয়ন রুপিরও বেশি। অসংখ্য ভবন ধ্বংস হওয়ার পাশাপাশি অমূল্য ঐতিহাসিক নথি ও রেকর্ডও ভস্মীভূত হয়েছে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব এ খবর জানিয়েছে। শহর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্ট গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর প্রতিটির নির্মাণমূল্য বিলিয়ন রুপি। একজন কর্মকর্তা বলেন, “এই ভবনগুলোকে আর পুনরায় মেরামত করে ব্যবহার করা সম্ভব নয়। এগুলো ভূমিকম্পের পরের মতো সহজে মেরামত করে পুনরায় চালু করা যাবে না। এগুলো পুনর্নির্মাণ করতে কমপক্ষে ২০০ বিলিয়ন রুপি লাগবে।” তিনি আরও জানান, এই হিসাব কেবল ভবনের জন্য, অফিস পুনঃস্থাপন ও ব্যবস্থাপনার অতিরিক্ত খরচ এতে ধরা হয়নি। ধ্বংসযজ্ঞ শুধু কাঠমান্ডু শহরেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রদেশে প্রাদেশিক পরিষদের...