ম্যাচ শুরুর আগে হংকংয়ের ক্রিকেটাররা জানিয়েছিলেন, বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হংকং নিজেদের কথা রেখেছে। ব্যাট হাতে লড়েছে শেষ ওভার পর্যন্ত। শুরুতে জোড়া উইকেট হারালেও হাল ছাড়েনি দলটি। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটিতে সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করেছে দলটি। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে তুলেছে ১৪৩ রান। টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে গেছেন লিটনরা। বল হাতে বোলাররা সাফল্যের বার্তাই দিয়েছেন শুরুতে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লিটনের ক্যাচ বানিয়ে হংকং ওপেনার আন্সি রথকে ফেরান তিনি। ফেরার আগে ৪ বলে ৫ রান করেন তিনি। ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। ওয়ানডাউনে নেমে হাতখুলে খেলতে শুরু করেন ২০১৪ সালে...