বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যে মুদ্রাগুলো ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হতো, সেগুলোর দাম এখন নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা (বাক্সসহ)। এবারের বাড়তি দামের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়েছে ৫৫ হাজার টাকা। ২০২৪ সালের আগস্টে এই মুদ্রার দাম ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। শুধু স্বর্ণমুদ্রা নয়, বেড়েছে ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও। প্রতিটি রৌপ্যমুদ্রা (বাক্সসহ) ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে ৮ হাজার ৫০০ টাকায়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় এ সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি...