প্রতিবাদে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরে এসেছে, যা সংস্থার সম্মানহানি ঘটানোর পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে বলা হয়, ১৬টি প্রতিষ্ঠান ঘুষ না দেওয়ায় তাদের লিজ বাতিল করা হয়েছে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। উক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী তাদের লিজ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় এবং পরবর্তীতে তা আর নবায়ন করা হয়নি। প্রতিবাদে আরও বলা হয়, তিনি ৮ বছরেরও বেশি সময় ধরে ডেপুটেশনে কর্মরত আছেন, অথচ প্রকৃত তথ্য হলো তিনি বেবিচকে যোগদান করেন ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তিনি ২০১৭-১৮ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগ দেন। বাস্তবে তিনি সেখানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জুন ২০১৯...