নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবারের মতো আসরের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন কেবল নারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির অফিসিয়াল তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। তিনি হবেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। আইসিসির চেয়ারম্যান জয় শাহ একে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্তি কেবল নারীদের সাফল্যের পথ প্রশস্ত করবে না, বরং ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতার প্রতিচ্ছবিও তুলে ধরবে।”আরো পড়ুন:পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখবদলে গেল নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল নারীদের দিয়েই ম্যাচ পরিচালনা হয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ভারত...