পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পাহাড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাইনী বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হওয়া বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা বাজারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ সম্পন্ন করেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেল, দুটি কুলিং কর্ণার, একটি মুদি দোকান এবং পেছনের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাবে।...