ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এর এক দিন পরে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বড় সেই ম্যাচের আগে কিছুটা ধাক্কা খেয়েছে পাকিস্তান শিবির। চোটে পড়েছেন দলটির অধিনায়ক সালমান আলী আগা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি একাডেমীতে অনুশীলন ছিল পাকিস্তানের। সেখানে উপস্থিত ছিলেন সালমান আলীও। তবে, অনুশীলন করতে দেখা যায়নি তাকে। এসময় তার ঘাড়ে ব্যান্ডেজ মোড়ানো ছিল। এটা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে। পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান দলের সঙ্গে থাকলেও ওয়ার্ম-আপ ও ফ্লাডলাইডের নিচে ফুটবল অনুশীলনে অংশ গ্রহণ করেননি তিনি। তবে দলের বাকি ক্রিকেটাররা পূর্ণাঙ্গ ফিটনেস সেশনে অংশ নেন। ভারতের বিপক্ষে সালমান আলীকে পাওয়া নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড...