ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন প্রত্যেক ফুটবলারই দেখে। অনেকে সারাজীবনেও জিততে পারে না। আবার লিওনেল মেসির মতো ফুটবল যাদুকর জেতেন সর্বোচ ৮বার। ক্রিস্টিয়ানোর রোনালদোর হাতে উঠেছে ৫ বার। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে খেলা প্রত্যেকটা তরুণ ফুটবলারই ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখে বড় হন। যেটা কিনা তাকে বিশ্বসেরার স্বীকৃতি দেয়। বার্সেলোনার ‘স্পেশাল’ বয় লামিনে ইয়ামাও স্বপ্ন দেখেন এই ট্রফি হাতে নেওয়ার।অ্যাক্টিভওয়্যার এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবে থাকা স্প্যানিশ এই ফরোয়ার্ড বললেন, কেবল একবার নয়, ক্যারিয়ারে অনেকবার এই স্বাদ পেতে চান তিনি। বয়স কেবল ১৮ বছর। এই অল্প বয়সেই ফুটবল বিশ্বে তারকাখ্যাতি পেয়ে গেছেন ইয়ামাল। পায়ের জাদুতে হয়ে উঠেছেন সময়ের সেরাদের একজন। এরই মধ্যে একাধিক রেকর্ডও ভেঙেছেন তিনি। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখা উসমান দেম্বেলেকে এবারের ব্যালন...