আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ পরিচালনা করবেন নারীরা। ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পুরো টুর্নামেন্টেই শুধু নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন। বহু বছর ধরে ক্রিকেটে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের লক্ষ্যে আইসিসির নিরলস প্রচেষ্টার ফলে এই সাফল্য এলো। এর আগে সবশেষ দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়াল ছিলেন নারী। টুর্নামেন্টটির জন্য এমিরেটস আইসিসি প্যানেল থেকে ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারিকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যেকেই আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ পরিচালনায় ভীষণ অভিজ্ঞ। আম্পায়ার: লরেন অ্যাজেনবাগ, ক্যান্ডেস লা বোর্দে, কিম কটন, সারা দাম্বানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্ট, জননী এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান,...