নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈকত সরকার। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষকরা।সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুর সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের...