শক্তিমত্তায় এগিয়ে থাকলেও হংকং ব্যাটারদের বিপক্ষে ভালোই বেগ পেতে হয়েছে বাংলাদেশ বোলারদের। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে লড়াই করার মত পূঁজি পেয়েছে হংকং। নিজাকাত খান ও জিসান আলির দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৪ রানের সংগ্রহ গড়েছে হংকং। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠান টাইগার্স অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে ইয়াসিম মুরতাজার দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি হংকংয়ের। প্রথম ওভারে কেবল দুরান আদায় করতে পারেন দু ওপেনার জিসান আলি এবং আংশুমান রাঠে। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে ৭ রানে জুটি ভাঙে তাদের। ৫ বলে ৪ রান করে ফিরের তাসকিন আহমেদের শিকার হন আংশুমান। টাইগার পেসারের বল গুড লেন্থের ডেলিভারি আংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে যায় লিটন...