জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল থেকে পুনর্র্নিবাচনের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে নতুন কলাভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। এটি জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর অতিক্রম করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদল যখন থেকে ক্যাম্পাসে প্রবেশ করেছে, তখন থেকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে শিক্ষাবান্ধব রাজনীতি করছে। এর ধারাবাহিকতায় যখন জাকসু নির্বাচনের ঘোষণা আসে, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বপ্রথম আশ্বস্ত করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জাকসু নির্বাচনে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে দুই ঘণ্টা ঢুকতে না দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। একইসঙ্গে আমরা অনিয়ম এবং...