রায় হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে সমালোচনা না করতে আইনজীবীদের অনুরোধ করেছেন হাই কোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির মত বিনিময় সভায় তিনি বলেন, “যেকোনো আদেশ পক্ষে-বিপক্ষে যেতে পারে। তবে এটার জন্য উপরস্থ আদালত রয়েছে, সেখানে যাবেন। যদি যেখানেও না হয়, তাহলে হাই কোর্টে যাবেন; সুপ্রিম কোর্টে যাবেন। “কিন্তু একটা রায় হওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেইসবুকে বিচার বিভাগ নিয়ে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুন্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুন্ন হওয়া৷ আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ। আইনজীবী ছাড়া বিচার কাজ চলতে পারবে না।” আকরাম হোসেন বলেন, “আদালতে ২০ তলা ভবন করার জন্য চেষ্টা চলছে। প্রধান বিচারপতিকে জানানো হয়েছে, এখানকার আইনজীবী ও বিচারকরা ঠিকঠাক লজিস্টিক সাপোর্ট পাচ্ছে...