জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে মীর মোশাররফ হোসেন হল ও কাজী নজরুল ইসলাম হলের কেন্দ্র থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে হল সংসদের ফল ঘোষণা ও পরে জাকসুর ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার কিছু পরেই ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল আটটা থেকেই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রগুলোয় প্রস্তুতি নেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। শুরুতে উপস্থিতি কম হলেও...