জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দলের সমন্বয়ক মাসুদ রানা মিঠু এ চিঠি পাঠান। চিঠিতে যা লেখা রয়েছে—শুভেচ্ছা নেবেন। জুলাই সনদ নিয়ে আমাদের বক্তব্য আমাদের আগের চিঠিতে তুলে ধরেছিলাম। সনদের কিছু সীমাবদ্ধতার দিক উল্লেখ করে আমরা বলেছিলাম—সীমাবদ্ধতাগুলো কাটিয়ে তুললে এই সনদে সই করার ব্যাপারে আমরা আগ্রহী। আমরা দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর একটা ফলাফল সবাই দেখতে চান। এতে আরও লেখা হয়, সে সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটের আলোচনা এসেছিল। সম্প্রতি পত্র-পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি—রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ঐকমত্য কমিশন সরকারকে পরামর্শ দিতে চায়। আমরা মনে করি—এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন করতে গেলে সেটা বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।...