আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। পাশাপাশি দাবি বাস্তবায়নে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ১১ সেপ্টেম্বর বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উপদেষ্টা কর্তৃক মূল সমস্যা বা দাবিকে অ্যাড্রেস না করে কৌশলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহকৃত তথ্যের মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। এ ছাড়া, দাবির যৌক্তিকতা উপলব্ধি না করে বারবার দেশবিরোধী শক্তির ট্যাগ দেওয়া হচ্ছে এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। উপদেষ্টার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বার্তায় আরও বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন-পীড়নের মাধ্যমে বারবার...