ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাংলাদেশের স্বাধীনতার পর কোনো ডাকসু নির্বাচনে ছাত্রশিবির এমন ফলাফল করতে পারেনি।বিশ্ববিদ্যালয়ে কোনো সময় এত শক্ত অবস্থানও তৈরি করতে পারেনি সংগঠনটি। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম একা যত ভোট পেয়েছেন, তারপর শীর্ষ চারজন মিলিয়ে তত ভোট পাননি। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাভিপি, জিএস, এজিএসএবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। কেবল তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের এমন অভাবনীয় জয়ের নেপথ্যে কী কাজ করেছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ হয়েছে উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এছাড়া বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী...